নতুন নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করে তালিকা রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছে সার্চ কমিটি।
বিজ্ঞাপন
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কমিটির সদস্যরা বঙ্গভবনে যান এবং রাষ্ট্রপতির হাতে নামের তালিকা ও প্রতিবেদন তুলে দেন।
কমিটির সুপারিশের মধ্য থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিজ্ঞাপন
কাজী রকিব উদ্দিন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন কমিশন দায়িত্ব নেবে। তাদের অধীনেই ২০১৯ সালের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।
এদিকে রাত ৯টায় এবিষয়ে সবিচালয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে।
ইসি গঠনে ১০ নাম চূড়ান্ত
এমকে